• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার রকেট দিয়ে ইসরাইলে হামলা হামাসের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েক মাসের মধ্যে ইসরাইলে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  রোববার (৬ এপ্রিল) রাতে দক্ষিণ ইসরাইলের দিকে তারা ১০টি রকেট ছুড়েছে।  খবর টাইমস অব ইসরাইলের। 

যদিও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ১০টির মধ্যে পাঁচটি রকেট তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

আর বাকি রকেটগুলোর মধ্যে অন্তত একটি আশকেলন শহরে আঘাত হানে, যার ফলে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। 

এছাড়া ৩০ বছর বয়সি এক ব্যক্তি রকেটের ধ্বংসাবশেষে হালকা আহত হন। তাকে শহরের বারজিলাই হাসপাতালে নেওয়া হয়। আরও দুজন মানুষ বাঙ্কারের দিকে দৌড়ে যাওয়ার সময় আহত হন। বেশ কয়েকজনকে আঘাতের ফলে তীব্র উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রকেট আশকেলনে একটি বহুতল আবাসিক ভবনের কাছে আঘাত হানে।

রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস।  তবে এই হামলার চড়া মূল্য হামাসকে দিতে হবে বলে হুঙ্কার দিয়েছে ইসরাইল।  

যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে উঠেই  প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজকে ফোন করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কার্টজকে এই হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেন তিনি। তার অফিস জানিয়েছে, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন।

এরপরপরই এক বিবৃতিতে কার্টজ জানান, তিনি আইডিএফকে ‘চলমান অভিযান চালিয়ে যেতে এবং সম্প্রসারিত করতে’ নির্দেশ দিয়েছেন।

এই রকেট হামলা ছিল গত মার্চ মাসে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি ভেঙে পড়ার পর হামাসের সবচেয়ে বড় হামলা।

মন্তব্য (০)





image

পাকিস্তান পারমাণবিক শক্তিধর, কেউ হামলা করার সাহস করবে না:...

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও প...

image

পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালালো ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে গেল সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভ...

image

হজযাত্রীদের জন্য কড়া সতর্কবার্তা সৌদির

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে ন...

image

বিশেষ চিঠি গেলো নরেন্দ্র মোদির কাছে, যা লেখা আছে

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্য...

image

এবার কাশ্মীরে হামলার নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল, যা জানা...

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পাহালগামে সংঘটিত হামলার সময় পর্যটকদের অসহা...

  • company_logo