
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় সন্দেহভাজন একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
রোববার ভোররাত ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ইসহাক মিঝি (৪৫), চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার পর স্থানীয়রা পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদার এর ছেলে
সোহরাব হাওলাদার (৪০) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং ৩/৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছে। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেললেও বাকি দু’জন পার্শ্ববর্তী ডোবায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এলাকাবাসী ওই ডোবার চারপাশ ঘেরাও করে রাখে এবং পুলিশের উপস্থিতির অপেক্ষা করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ মরদেহ শনাক্ত করেছেন। তার পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ড...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ প...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদক ও মোবাইল জুয়া বিরোধী অভি...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশিদ ওরফে হার...
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ম...
মন্তব্য (১)
Santos
Awesome postings, Many thanks. casino en ligne Nicely put, Thanks a lot. meilleur casino en ligne Regards! Ample write ups. meilleur casino en ligne Wow a good deal of very good info! casino en ligne francais Seriously all kinds of awesome info. casino en ligne Kudos. Loads of postings! casino en ligne francais Good data. Thanks! meilleur casino en ligne You actually mentioned that terrifically. casino en ligne fiable Many thanks. Terrific information! casino en ligne France Wow many of awesome facts! casino en ligne