
ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক্সিস নিটওয়্যারস লিমিটেড নামের এক কারখানার সুপারভাইজার আল আমিনের বিরুদ্ধে মারধরের অবিযোগ পাওয়া গেছে। পরে পোশাকশ্রমিক মোশাররফ হোসেনকে মারধরের প্রতিবাদে ওই কারখানার তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শনিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে কারখানাটির কয়েক হাজার শ্রমিক মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মহাসড়কে এসে অবস্থান নেন। এতে করে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
শ্রমিকেরা মারধরের ঘটনায় অভিযুক্ত কারখানা সুপারভাইজার আল আমিনকে চাকরিচ্যুতসহ ১২ দফা দাবি জানিয়েছেন। দাবি না মানলে সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।
কারখানার কাটিং সেকশনের শ্রমিক আজিজুল ইসলাম রাকিব বলেন, ‘দুপুর ১২টার দিকে কারখানার সুপারভাইজার আল আমিন আমাদের ফ্লোরে এসে সহকর্মী মোশাররফ হোসেনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাকে সজোরে লাথি মেরে মেশিনের ওপর ফেলে দেন। এতে মোশাররফের শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে কেটে যায়। সঙ্গে সঙ্গে সে ফ্লোরে লুটিয়ে পড়ে। আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনায় কারখানার সব শ্রমিক ক্ষিপ্ত হয়ে রাস্তা নেমে আসেন।’
আরেক শ্রমিক মোহাম্মদ ইসাহাক বলেন, ‘অভিযুক্ত আল আমিনকে চাকরিচ্যুত করতে হবে। আমাদের ১২ দফা দাবি মানতে হবে। ১২ দফা দাবি না মানলে আমরা সড়ক ছাড়ব না।’
নিয়ে কথা হলে কারখানার মানবসম্পদ কর্মকর্তা হাসেম করিম বলেন, ‘কারখানার ভেতর একটি অপ্রীতিকর ঘটনার পরপরই আমরা শ্রমিকদের ডেকে বিচারের আশ্বাস দিই। কিন্তু শ্রমিকেরা আশ্বাস না মেনে রাস্তায় চলে যায়। আমরা কারখানার পক্ষ থেকে আহত শ্রমিকের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। কিন্তু শ্রমিকেরা হঠাৎ করে অনেক দাবিদাওয়া নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। আমরা বেতন-ভাতা সব সময় নিয়মিত পরিশোধ করি। যে দাবিগুলো করা হচ্ছে এগুলো হঠাৎ করে তাদের করা। আমরা পুলিশ-সেনাবাহিনীকে খবর দিয়েছি।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। শ্রমিকরা যে দাবিগুলো উপস্থাপন করেছেন তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এরপর বেলা পৌনে ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জামায়েত ইসলামের কেন্দ্রীয় ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের কালিতলা মহল্লায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটি বাতিলে...
দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশী পু...
দিনাজপুর প্রতিনিধিঃ স্বামীর সাথে মোটর সাইকেলে চেপে বাড়ী ফিরছিলেন গৃহবধু হালিম...
মন্তব্য (২)
Lee
Thanks, I enjoy it! casino en ligne You reported it really well! casino en ligne You said it adequately.. casino en ligne France Many thanks! Helpful stuff. meilleur casino en ligne Nicely put, With thanks. meilleur casino en ligne Beneficial write ups, Appreciate it. casino en ligne Terrific information, Many thanks. casino en ligne Regards! Quite a lot of write ups! casino en ligne Excellent material, Regards. casino en ligne francais Fantastic info, Cheers. meilleur casino en ligne
Bell
Truly lots of superb material. casino en ligne fiable Whoa a good deal of valuable information. casino en ligne With thanks! Loads of information! casino en ligne francais Good info, Many thanks! casino en ligne Fantastic facts Kudos. meilleur casino en ligne Regards! Fantastic information. casino en ligne Nicely put, Kudos. casino en ligne fiable Thanks! Terrific information. casino en ligne France Regards. Loads of material! casino en ligne France Nicely put, Thank you. casino en ligne