• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ট্রাম্প-পুতিনের বহুল কাঙিক্ষত আলোচনা, যে ইস্যু প্রাধান্য পাবে

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিযেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার (১৮ মার্চ) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

এছাড়া যুদ্ধবিরতি আলোচনায় কোন কোন বিষয় ছাড়ের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র ছাড়ের বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয়ে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। ’

এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে। ’

 

স্টিভ উইটকফ বলেছেন, ‘আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে। আমরা যা কিছু ভাবছি, সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি। ’

ট্রাম্পের এই বিশেষ দূত আরও বলেন, এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আলোচকেরা রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করবেন। 

স্টিভ উইটকফের বিশ্বাস, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। তার ভাষায়, ‘(চুক্তির বিষয়ে) কিছু ইতিবাচক অগ্রগতি নিয়ে আমরা আসলেই আশাবাদী।’

সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়ার ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে।

উইটকফ আরও জানান, বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তিনি মস্কোর মার্কিন দূতাবাসে ফিরে এসেছেন। সেখান থেকে তিনি পুতিনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্তসার ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজকে জানিয়েছেন।

মন্তব্য (০)





image

পারমাণবিক আলোচনা শুরুর আগে সৌদি ও কাতার সফরে ইরানের পররাষ...

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় পারমাণবিক আলোচনার পূর...

image

আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি শুরুর কথা জানিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকেল পাঁচ...

image

এবার উত্তেজনার মধ্যে উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানের সঙ্...

আন্তর্জাতিক ডেস্কঃ পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান একে অপ...

image

এবার ভারতকে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত পাকিস্তান!

অনলাইন ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্...

image

বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্কঃ সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চ...

  • company_logo