• অর্থনীতি

গুলশানে জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

অর্থনীতি ডেস্ক: ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BJPBFIEA) -এর আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. কবির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় উপস্থাপনা করেন BJPBFIEA -এর সদস্য সচিব আলিমুল বিন আজিজ (তুষার)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BJPBFIEA -এর প্রধান উপদেষ্টা এম. সাঈদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাইসুল আলম (জুয়েল)। সভায় সভাপতিত্ব করেন BJPBFIEA -এর আহ্বায়ক শেখ মুহাম্মদ জায়েদ আল ফাত্তাহ। এছাড়াও যুগ্ম আহ্বায়করা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মর্তুজা। সভায় BJPBFIEA -এর খসড়া সংবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের নীতি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় উল্লেখ করা হয় যে, BJPBFIEA বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের পাশে থেকে কাজ করবে। সংগঠনটি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত হিসেবে ব্যাংকিং খাতে সুশাসন, সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা কমিটির সকল সদস্যদের নাম উল্লেখ করে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি সংগঠনের উন্নয়নে অবদান রাখতে হবে।

এ ছাড়া তিনি ঘোষণা করেন যে, BJPBFIEA -এর সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে বিশেষ স্বীকৃতি অর্জন করলে সংগঠনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।

এছাড়াও, সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভার শেষ পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এরপর ইফতার মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

মন্তব্য (১)





image
image

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিব...

image

মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-...

image

আইএমএফের ঋণের কিস্তি না পেলে ক্ষতি হবে না: গভর্নর

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আন্তর্জাত...

image

আমরা বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ হতে চাই: প্রধান...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বুধবার রাতে কাতারের রাজধানী দো...

image

বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদ...

অর্থনীতি ডেস্ক: কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান ...

  • company_logo