• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্কারোপ নিশ্চিত করার ঘোষণা দিলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন শুল্কারোপ নিশ্চিত করবেন তিনি।

যদিও যুক্তরাজ্যের পণ্যের উপর শুল্ক আরোপের সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে বলেছেন দেশটির তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

ট্রাম্প বলেছেন তিনি সোমবার (৩ ফেব্রুয়ারি) মেক্সিকো এবং কানাডার নেতাদের সঙ্গে কথা বলবেন। এই দুই দেশের পণ্যের উপর ২৫% শুল্ক এবং চীনের পণ্যের উপর ১০% শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা।

চীন, কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার। দেশটি ৪০ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে থাকে। কানাডার প্রধানমন্ত্রী জানান, আমেরিকান বিয়ার, ওয়াইন, ফল, ফলের জুস, ভেজিটেবল, পারফিউম, পোশাক ও জুতার ওপর শুল্ক আরোপ করা হচ্ছে। এ ছাড়া খেলাধুলার সামগ্রী, ফার্নিচার, প্লাস্টিক ও গৃহস্থালি রয়েছে এ তালিকায়।

যুক্তরাষ্ট্রে ফেন্টানিল (এক ধরনের মাদক) সংকট মোকাবিলায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছিলেন, অবৈধ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণের জবাবে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করা হয়েছে।

ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। কাছাকাছি ধরনের ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকেও।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ওপর কার্যকর হবে মঙ্গলবার থেকে। বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে।

আর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাই দেবেন।

মন্তব্য (০)





image

গাজায় ফ্লোটিলা থেকে আটক ২৩ মালয়েশিয়ান মুক্ত, দেশে ফিরছেন ...

নিউজ ডেস্কঃ গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক মানবিক সহায়তা ...

image

সহিংস বিক্ষোভে অচল পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর

নিউজ ডেস্কঃ সহিংস বিক্ষোভে অচল হয়ে পড়েছে পাকিস্তান-নিয়ন্ত্রি...

image

শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর

নিউজ ডেস্ক : ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একট...

image

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত আ...

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল...

image

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, যেদিক দিয়ে আঘাত হানবে

নিউজ ডেস্ক : আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়...

  • company_logo