• বিনোদন

ভাগ্নিকেই জন্মদিনের পাওয়া সেরা উপহার; সালমান খান

  • বিনোদন
  • ১৫ জানুয়ারী, ২০২০ ১২:৩৭:৫৪

বিনোদন ডেস্ক:  কখনও ‘বলিউডের ভাইজান’, কখনও বা ‘দাবাং হিরো’ তকমার অভাব হয় না বলিউড সুপারস্টার সালমান খানের। কোনো মুভমেন্টের ছবি দিলেই সেটি হয়ে যায় ভাইরাল। এবার যেমন শিশু কোলে সালমানের ছবি ভাইরাল হয়ে গেছে। শিশুটি সালমানের বোন অর্পিতা খানের। ভাগ্নিকেই জন্মদিনের পাওয়া সেরা উপহার বলে জানালেন মামা সালমান। তার জন্মদিনেই যে ভাফুটফুটে শিশুর জন্ম দিয়েছেন বোন অর্পিতা। গত ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করা ওই শিশুর নাম রাখা হয়েছে আয়াত। ভাগ্নিকে দেখতে হাসপাতালে ছুটে যেতে দেরি করেননি সালমান। ভাগ্নি আয়াতের সঙ্গে সালমানের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, সালমান আয়াতকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হতে। ইনস্টাগ্রামে অর্পিতার অ্যাকাউন্টে শেয়ার করা দুটি ছবিতে ভাগ্নিকে কোলে নিয়ে সালমানকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। সেই ছবি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘দাবাং থ্রি’। ‘দাবাং’য়ের প্রথম দুটি সিরিজ বক্স অফিসে ঝড় তোলার পর নতুন সিক্যুয়ালটিও সাফল্যের মুখ দেখবে এমনটাই প্রত্যাশা সালমান ভক্তদের।

মন্তব্য ( ০)





  • company_logo