• খেলাধুলা

লিটনের অভিষেক ম্যাচেই সিপিএল থেকে বিদায় নিশ্চিত হলো জ্যামাইকার

  • খেলাধুলা
  • ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০২:৪১

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে আজ অভিষেক হয়েছে টাইগার ওপেনার লিটন কুমার দাসের। আর তার অভিষেক ম্যাচে বিদায় নিশ্চিত হয়েছে জ্যামাইকা তালাওয়াশের। এদিন জ্যামাইকার হয়ে খেলতে নেমে ২১ বলে এক বাউন্ডারিতে ২১ রান করেছেন তিনি। ড্যারেন স্যামি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জ্যামাইকার হয়ে ওপেনিং করেন গেইল ও ফিলিপস। একাদশে থাকলেও নিজের পছন্দের পজিশন পাননি লিটন। দলীয় ৪৮ রানে ফিলিপসের বিদায়ের পর ওয়ান ডাউনে নামেন স্মিথ। পরবর্তীতে দলীয় ৮৪ রানে গেইলের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন লিটন। স্মিথের সাথে গড়েন ৫৬ রানের দারুন জুটি। তবে এর বেশরভাগ রানই এসেছে স্মিথের ব্যাটে। রান করলেও নিজের স্ট্রাইক রেটটা টি-টোয়েন্টি সুলভ করতে পারেননি লিটন। দলীয় ১৪০ রানে উইলিয়ামসের বলে কট এন্ড বোল্ড হয়ে ২১ বলে ২১ রান করে ফিরে যান লিটন। পরবর্তীতে স্মিথের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রানের পুঁজি গড়ে জ্যামাইকা তালাওয়াস। জবাব দিতে নেমে সেন্ট লুসিয়াকে ঝড়ো সূচনা এনে দেন বিশ্বের সবচেয়ে ওজন ধারী ক্রিকেটার রাহকিম কর্নওয়েল। ২৫ বলে তার ৫১ রানের ঝড়ে অনেকটাই জয়ের কাছে যায় সেন্ট লুসিয়া। শেষদিকে স্যামির অপরাজিত ১৬ রানে ৫ বল আগেই ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া। এ হারের ফলে তলানীতে থাকা জ্যামাইকার এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হলো। সিপিএলে খেলার লক্ষ্যে সাকিব আল হাসানের সঙ্গেই দেশ ছেড়েছিলেন লিটন দাস। নিজ দলের প্রথম ম্যাচটি খেলতে পারেননি সাকিব, তবে এখনও বাকি রয়েছে ৩টি ম্যাচ। এদিকে লিটনের দল জ্যামাইকার আজকের ম্যাচটি নবম, এরপর বাকি রয়েছে একটি মাত্র ম্যাচ।

মন্তব্য ( ০)





  • company_logo