• খেলাধুলা

এরা ২ জন তো টেস্ট খেলোয়াড়ই না: পাপন

  • খেলাধুলা
  • ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৬:৫৮

চলতি টেস্টে আফগানিস্তানের স্পিনে রীতিমত বিধ্বস্ত বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীদের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে ইতোমধ্যে ৬ ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এদিকে নিজেদের মাঠে টাইগার ব্যাটসম্যানদের এমন বেগতিক অবস্থা থেকে বেজায় চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল রবিবার ধানমন্ডিতে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের পরিকল্পনার অভাবে এমন দশা। এ সময় টেস্টে লিটন দাস ও সৌম্য সরকারের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘লিটন দাস, সৌম্য সরকার টেস্টের খেলোয়াড় নন। অনেক কিছুই পরিকল্পনার বাইরে হয়। এখন সময় এসেছে পরিবর্তনের। আগামী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেই সেই পরিবর্তন আনা হবে।’ এদিকে প্রথম ইনিংসে ১৭ রান করা সৌম্য সরকার দ্বিতীয় ইনিংসে শূন্য রানে অপরাজিত আছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ৩৩ রান করা লিট দাস দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৯ রানে। আফগানদের বিপক্ষে দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ৪২ রান। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে পেস আক্রমণ নিয়ে না নামার জন্যও ক্ষোভ প্রকাশ করেন পাপন। তার বক্তব্য, আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা তা সবারই জানা। কিন্তু আমার প্রশ্ন হলো, একাদশে কোনো পেসার নেয়া হলো না কেন? এগুলো সব পরিকল্পনার বাইরে।

মন্তব্য ( ০)





  • company_logo