• খেলাধুলা

শুরুর ১০ মিনিট পরই আবারো বৃষ্টির হানা

  • খেলাধুলা
  • ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৭:১৮

প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় সেশনে মাঠে নেমে ৭ রান যোগ করতেই আবারো শুরু হয়েছে বৃষ্টি। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৪৪) ও সৌম্য সরকার (২)। এই ইনিংসে আফগানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রশিদ খান। দুটি জহির খান। এই টেস্ট জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে ৩৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেও স্বাগতিকরা চতুর্থ দিন ১৩৬ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। জয়ের জন্য প্রয়োজন ২৬২ রান। এই টেস্ট জিততে হলে নতুন রেকর্ড গড়তে হবে। টেস্টে এত রান তাড়া করে জেতার নজিরও খুব বিরল। সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান তাড়া করে এই রেকর্ডের তালিকায় পরেই আছে অস্ট্রেলিয়া। তৃতীয় অবস্থানে ভারত। তারা ১৯৭৫-৭৬ মৌসুমে ৪০৩ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

মন্তব্য ( ০)





  • company_logo