• শিশু সংবাদ

নদীতে গোসলে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ১৪ এপ্রিল, ২০২৪ ২১:০৭:৫৮

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের কুলিক নদীতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

শিশুরা হলো, খঞ্জনা এলাকার ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন আক্তার (১০) ও দিনাজপুর সদরের রেল স্টেশন পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের কুলিক নদীতে গোসল করতে যায় ইয়াসমিনের বাবা ইব্রাহিম। এ সময় ইয়াসমিন ও মুসলিমা নদীতে যায়। ইব্রাহিম গোসল শেষে বাড়ি ফিরলেও নদীতে থেকে যায় ওই দুই শিশু। কোনো এক সময় তারা পানিতে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নদী থেকে তাদের উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়েছি। মুসলিমা ঈদে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে প্রতিবেশী আরেক শিশু ইয়াসমিনের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়।

মন্তব্য ( ০)





  • company_logo