• উদ্যোক্তা খবর

বীরগঞ্জে মাদক বিরোধী র‌্যালী মানবন্ধন কর্মসূচি পালন

  • উদ্যোক্তা খবর
  • ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:০২:৩৯

ছবিঃ সিএনআই

দিনাজপুরপ্রতিনিধিঃ মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী  উপলক্ষে আজ বুধবার দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিতে অংশ নেয় বীরগঞ্জের বটতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

 বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর সহযোগীতায় আজ দুপুরে বটতলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে  র‌্যালী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের প্রোগ্রাম অফিসার সম্রাট ব্যাপারী, প্রোগ্রাম অর্গানাইজার মজিবুর রহমান বাবু, রুয়েল এ্যাক্কাসহ অন্যান্যরা।

আলোচকরা বলেন, মাদক আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করেছে। বর্তমানে যারা মাদকাসক্ত তাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদককে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo