• শিশু সংবাদ

ফুলকঁড়ি শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • শিশু সংবাদ
  • ০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:০৫:৫১

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ফুলকঁড়ি শিশু নিকেতন স্কুল পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুর রসিদ স্যার।

ফুলকঁড়ি স্কুলের গভর্নিং বডির সভাপতি ও বিশেষ অতিথি সহ সকলে ছিলেন উপস্থিত ছিলেন।

শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ উম্মে কুলছুম

প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে, যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হতে হবে। বেশি জানতে হবে। জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo