• অপরাধ ও দুর্নীতি

অনলাইনে বন্ধুর সাথে পরিচয়ে ভারতে যাওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ নভেম্বর, ২০২৩ ১৭:২৪:২৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রতারনার মাধ্যমে ভারতে গমনের লোভ থেকে বাগেরহাটের ঐশিকে উদ্ধার করে পিতা-মাতার কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বাগেরহাটের নিখোঁজ মেয়ে ঐশীকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রামের ফুলিবাড়ি থানার পুলিশ। ঐশীকে জিজ্ঞাসাবাদে জানায়, অনলাইনের মাধ্যমে তার সাথে এক ভারতীয় বন্ধুর সাথে পরিচয় হয়।

সেই বন্ধুর কথা মতে সে কুড়িগ্রামের ফুলবাড়ি হয়ে ভারতে গমনের উদ্দ্যেশে বাগেরহাট থেকে এখানে পালিয়ে আসে। জানা গেছে, গত ১৬ নভেম্বর বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়াই (১৭) নিখোঁজ হয়। এই সংক্রান্তে ভিকটিমের পিতা-মিলন বাড়ই বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারন ডাইরী বা জিডি করেন।

জিডির প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকশ টিম নিখোঁজ ডাইরী সংক্রান্তে ভিকটিম ঐশি বাড়াই (১৭) ফুলবাড়ী থানা এলাকার ব্রাক মোড় থেকে প্রযুক্তিগত উৎকর্ষতা ও সম্মিলিত সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হয়।পরবর্তীতে ভিকটিমের পিতা-মাতাকে অবগত করা হলে ফুলবাড়ী থানায় উপস্থিত হলে ভিকটিম তার পিতা-মাতা ও ভাই কে সনাক্ত করলে ভিকটিমকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo