• শিক্ষা

হরতালের কোনো প্রভাব নেই নজরুল বিশ্ববিদ্যালয়ে

  • শিক্ষা
  • ১১ নভেম্বর, ২০২৩ ১৬:২৩:৫৪

ছবিঃ সিএনআই

ত্রিশাল, ময়মনসিংহঃ সারাদেশে বিএনপি, জামায়াত একের পর এক হরতালের ডাক দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বাসে আগুনও দিয়েছে দুর্বৃত্তরা বলে জানা যায়। তবে হরতাল-অবরোধের কোনো প্রভাব নেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, " আমাদের বিশ্ববিদ্যালয়ে হরতালের কোনো প্রভাব নেই। বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতেও আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাবো মিটিং-এ সিদ্ধান্ত নিয়ে।"

বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলে কোনো প্রভাব পড়ছে কিনা এবিষয়ে পরিবহন প্রশাসক ড. আরিফুর রহমান বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসগুলো স্বাভাবিকভাবেই রাস্তায় চলছে। এখন পর্যন্ত কোনো ধরণের সমস্যা দেখা যায়নি। আগের সিডিউল অনুযায়ী বাস চলছে। শুধু শহরের ভেতর দিয়ে বাস চলছেনা।"

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিভাগের মতোই আমাদের বিভাগেরও ক্লাস-পরীক্ষা যথাযথভাবে চলছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের অন্যান্য সকল কার্যক্রমের ব্যাঘাত ঘটে এমন পরিস্থিতি সৃষ্টি না করে বরং শান্তিপূর্ণভাবে সমাধানে আসার।"

নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শামীম বলেন, "হরতালের কারণে আমাদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রকার সমস্যা হচ্ছেনা। সবকিছু ঠিকভাবেই চলছে।"

 

মন্তব্য ( ০)





  • company_logo