• উদ্যোক্তা খবর

কালিয়াকৈরে সুফল-ভোগীদের মধ্যে হাঁস বিতরণ 

  • উদ্যোক্তা খবর
  • ১২ অক্টোবর, ২০২৩ ১৬:৪৬:৫৪

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর,গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরে  সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত সুফল ভোগীদের  মধ্যে হাঁস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ ভেটেনারি হাসপাতাল  প্রাঙ্গনে হাঁস বিতরণ করা হয়। এসময় সুফল ভোগীদের মধ্যে জন প্রতি  ২০টি করে মোট ২৫৭ জনকে ৫১৪০ টি হাঁস, খাদ্য ,জীবাণু নাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। 

এসময় অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা প্রানিজ সম্পদ অধিদপ্তর এর ভেটেনারি সার্জন মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,  ভাইস চেয়ারম্যান  সেলিম আজাদ, মহিলা  ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, বোয়ালী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন খান প্রমুখ। 

মন্তব্য ( ০)





  • company_logo