• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

লক্ষীপুরে ফ্রি আই ক্যাম্প

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ৩০ অক্টোবর, ২০২১ ১৫:১৮:২০

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ লায়ন্স জেলা ৩১৫বি১, বাংলাদেশ এর অন্যতম একটি ক্লাব, লায়ন্স ক্লাব অফ ঢাকা পারিজাত, লায়ন্স ক্লাব অফ ঢাকা পারিজাত ইয়াং, লিও ক্লাব অফ ঢাকা পারিজাত ডায়নামিক ও লিও ক্লাব অফ ঢাকা পারিজাত ফ্রন্টলাইনার্স এর উদ্যোগে  অক্টোবর সেবা মাস উপলক্ষে, লক্ষীপুর দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে, একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চক্ষু পরিক্ষা, ওষুধ বিতরণ, ও ছানি অপারেশন এর রোগী বাছাই করা হয়। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, কলেজ মাঠে গাছ লাগানো, ও মাস্ক বিতরণ করা হয়।  

উক্ত প্রোগ্রামে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রোগ্রাম টিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছেন লক্ষীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি১ এর মাননীয় জেলা গভর্নর, লায়ন শাহেনা রহমান এমজেএফ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি১ এর সম্মানিত ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শরিফ আলী খান এম জে এফ এবং ১ম লেডি ভাইস গভর্নর রেখা শরীফ ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এম জে এফ এবং ২য় লেডি ভাইস গভর্নর লায়ন শিরিন আক্তার রুবি, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উক্ত লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন রাশিদা বেগম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন হাবিবুর রহমান, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মীর শফিকুল ইসলাম কনক, আর সি হেড কোয়ার্টার লায়ন দিলরুবা ফারুক,  জিএমটি কোওর্ডিনেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, জয়েন্ট সেক্রেটারী ফিরোজ আহমেদ, অক্টোবর-ডিসেম্বর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন জয়া জাহান চৌধুরী , লায়ন ফাহমিদা আহমেদ, লায়ন সাবরিনা নিম্মি, লায়ন নাসিমা আলম, লায়ন পারভেজ ও অন্যান্য লায়ন - লিও নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান শেষে লায়ন্স নেতৃবৃন্দ বলেন, তাদের এই সেবা কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ,, পরিশেষে স্থানীয় এম,পি মহাদয় তার এলাকায় এই সেবার ফেরিওয়ালাদের আশা উপলক্ষে তার তফর থেকে শুভকামনা ও ধন্যবাদ দেন এবং আগামীতে লায়ন্স এর সহযোগিতায় আরো বড় পরিসরে এই সেবা কার্যক্রম তার এলাকায় করা হবে বলে সবার উদ্দেশ্যে বলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo