• সমগ্র বাংলা

চন্দনাইশে জরিমানা আদায় ও মাস্ক বিতরণ

  • সমগ্র বাংলা
  • ১৮ এপ্রিল, ২০২১ ১০:৪৬:৩১

ছবিঃ সিএনআই

মোঃ মোজাহেরুল কাদের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি (দক্ষিণ):  চন্দনাইশে লকডাউনের শর্তাবলি প্রতিপালনে কঠোর নজরদারি করছে উপজেলা প্রশাসন।শনিবার (১৭ এপ্রিল) কঠোর লকডাউন'র চতুর্থ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করা ও লকডাউনের শর্ত ভঙ্গের দায়ে জরিমানা করা হয়।

এছাড়া ওষুধের মূল্য বেশি নেয়ায় ভোক্তা অধিকার আইনে হ্যাপি ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। চন্দনাইশ থানার এসআই উপন বড়ুয়া, এএসআই বেলালসহ একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, ''সরকার করোনার সংক্রমণ কমানোর জন্যই লকডাউন দিয়েছে। সঠিকভাবে লকডাউন পালন করলে করোনা সংক্রমণ কমে যাবে। লকডাউনের শর্তাবলি না মেনে বিনা প্রয়োজনে যারা ঘুরছে এবং যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদেরকে জরিমানা করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ওষুধের মূল্য বেশি নেয়ায় একটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।"

মন্তব্য ( ০)





  • company_logo