• সমগ্র বাংলা

পটুয়াখালীতে লেবুখালী পায়রা সেতুর যান চলাচলের টোল নির্ধারণ

  • সমগ্র বাংলা
  • ২৩ মার্চ, ২০২১ ১০:২০:০৪

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা লেবুখালী সেতুটি দিয়ে যান চলাচলকারী যানবাহনের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ১৮ই মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল অধিশাখা উপসচিব ফাহমিদা খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, লেবুখালী পায়রা সেতুতে ট্রেইলার ৯৪০ টাকা, হেভি ট্রাক ৭৫০ টাকা, মিডিয়াম ট্রাক ৩৭৫ টাকা, সিডান কার ৯৫ টাকা, ৩-৪ চাকার মোটর যান ৪০ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, রিকশা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ি ১০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য পায়রা সেতুর কাজ শেষ পর্যায়ে। সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। বর্তমানে এর উভয় দিক দিয়ে ৭ কিলোমিটার জুড়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ চলছে। সেতুটি চার লেন বিশিষ্ট। ১৪৭০ মিটার (৪৮২০) ফুট দৈর্ঘ্য। পায়রা(লেবুখালী) সেতু নির্মাণ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল হালিম জানান, ২০২১সালের মধ্যে সেতুটির কাজ শেষ করা হবে এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo