• সমগ্র বাংলা

রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

  • সমগ্র বাংলা
  • ২০ মে, ২০২৪ ২১:০১:৪৯

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে উপজেলা খাদ্য বিভাগের আযোজনে ভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরীন, সহকারি খাদ্য পরিদর্শক মুনির হোসেন, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন খাঁন বাবলু, মিলার আব্দুস সাত্তার শাহ প্রমুখ। এসময় উপজেলার বোদলা গ্রামের কৃষক এমদাদুল হক সরকারের ঘরে ৩টন ধান সরবরাহ করেন। চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় ৩২টাকা দরে ১হাজার ৮শত ৬৮মেট্টিক টন ধান, ৪৫টাকা দরে ৩হাজার ৫শত ১১মেট্টিক টন সিদ্ধ চাল ও ৪৪টাকা দরে ৪৮মেট্টিক টন সিদ্ধ আতপ চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

গত আমন মৌসুমে উপজেলার কৃষকরা সরকারের ঘরে এক কেজি ধান সরবরাহ না করলেও চলতি ইরি মৌসুমে বাজারে মোটা ধানের দর কম হওয়ার কারণে এবং সরকারের বেধে দেয়া ধানের দাম বাজারের চেয়ে বেশি হওয়ায় চলতি মৌসুমে উপজেলার কৃষকরা সরকারের ঘরে ধান বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

মন্তব্য ( ০)





  • company_logo