• সমগ্র বাংলা

নরসিংদীতে এক নারীর গলার স্বর্ণের চেইন টান দিয়ে ধরা পড়লেন ৭ নারী

  • সমগ্র বাংলা
  • ২২ মার্চ, ২০২১ ১৮:১৯:৪১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নরসিংদীতে সক্রিয় ছিনতাই চক্রের সাত নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পলাশ উপজেলার পন্ডিতপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬), শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জের মাধবপুরের সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালীর ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর বিভিন্ন হাটবাজারে দলবদ্ধভাবে ছিনতাই করতেন তারা। তাদের টার্গেট ছিল বয়স্ক নারীরা। নারীদের স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ছিনতাই করত চক্রের সদস্যরা। সোমবার সকালে পন্ডিতপাড়া বাজারে এক নারীর গলার স্বর্ণের চেইন ধরে টান দেন নারী ছিনতাইকারী। এ সময় ওই নারী চিৎকার দিলে বাজারের লোকজন ঘেরাও করে সাত নারী ছিনতাইকারীকে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বলেন, গ্রেফতার নারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। অনেক ধরে বিভিন্ন হাটবাজারে ছিনতাই করছিলেন। সকালে পন্ডিতপাড়া বাজারে চেইন চুরির সময় ধরা পড়েন তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 

মন্তব্য ( ০)





  • company_logo