• লিড নিউজ
  • রাজনীতি

বগুড়াবাসী সকলের ঘরে আমার সালাম পৌঁছে দিয়েন' "আমি তো ঘরের ছেলে, আবার আসবো"- বগুড়ায় তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি তো ঘরের ছেলে, আবার আসবো। দোয়া করবেন।’ সিরাজগঞ্জ যাওয়ার পথে শাজাহানপুরে শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সবার আগে বাংলাদেশ বাস থেকেই বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
পথসভায় তারেক রহমান বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, এলাকায় উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ এলাকার মানুষের সব কাজ হবে। দলীয় সূত্র জানায়, শাজাহানপুরে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এ পথসভা হয়। তবে যাত্রাপথে তারেক রহমান গাড়িতে বসেই বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিল্টনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিনপি নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়:
এর আগে শনিবার সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনের অডিটোরিয়ামে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন তারেক রহমান। বৈঠকে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণের লক্ষ্যেই সভাটি আহ্বান করা হয়। সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি আরও বলেন, দলের প্রধান হিসেবে আগের মতো বগুড়ায় সময় দেওয়া বা অবস্থান করা সম্ভব হবে না। এ কারণে স্থানীয় নেতাদেরই ধানের শীষের ‘কাণ্ডারি’ হয়ে মাঠে সক্রিয় থাকতে হবে।
বগুড়াবাসীর প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকাকালেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামের সঞ্চালনায় সভায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাড. একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য যথাক্রমে ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সভা শেষে দুপুর ১২টার পর তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন। পথে শাজাহানপুর ও শেরপুর ধুনটমোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি।

বগুড়া শেরপুরের ধুনটমোড়ে পথসভা:
বগুড়া থেকে সিরাজগঞ্জ যাত্রাকালে শেরপুরে ধুনট মোড়ে আয়োজিত পথসভায় ‎বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবার বিজয়ী হয়েছে, ততবারই দেশ ও এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে শেরপুর-ধুনটের সন্তান গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
‎শনিবার দুপুর ২টার দিকে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎‎তারেক রহমান বলেন, “বহু বছর পর আজ আপনাদের মাঝে ফিরে এসেছি। এজন্য মহান রব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আগামী ১২ তারিখে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে আপনারা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমরা আবারও সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।” ‎তিনি আরও বলেন, “নিজেদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ- আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করবেন।”
‎‎পথসভাকে ঘিরে শেরপুর-ধুনট এলাকার হাজারো মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে ও পথসভাস্থলে ভিড় জমান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
‎‎
 

মন্তব্য (০)





image

আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনস...

image

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি...

বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, &ls...

image

“জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না: তারেক রহমান

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ...

image

‎জামায়াত নেতা রেজাউলের ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ পরিবারে হ...

নিউজ ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা ম...

image

দুই আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখতে ইসিতে আবেদন জামায়াতের

নিউজ ডেস্কঃ নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়...

  • company_logo