• তথ্য ও প্রযুক্তি

ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা নতুন নয়, বিশেষ করে যখন গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি বা ভিডিও ব্যাকআপ নিতে থাকে। এতে অনেকেই দেখেন যে, ব্যাটারি দ্রুত কমে যাচ্ছে। এবার এই সমস্যার সমাধানে নতুন ফিচার নিয়ে আসছে গুগল। সম্প্রতি গুগল ফটোসের একটি পরীক্ষামূলক সংস্করণে “অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ” নামে একটি নতুন সেটিং যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ফিচারটি চালু হলে ব্যাটারির সাশ্রয়ী উপায়ে ব্যাকআপ নেওয়া যাবে।

নতুন ফিচারটি কীভাবে কাজ করবে:

  • অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কম গতিতে ব্যাকআপ নেবে।
  • আপনি যখন অ্যাপ ব্যবহার করবেন না, তখন ব্যাকআপের গতি কমে যাবে।
  • অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কার্যকলাপ সীমিত করা হবে।

অর্থাৎ, ছবি তোলার পর সঙ্গে সঙ্গে ক্লাউডে আপলোড না হলেও পরে ব্যাটারি খরচ কমিয়ে সুযোগ মতো ব্যাকআপ হবে।

ফিচারের ফলে কী পরিবর্তন হতে পারে:

  • দিনের বেলায় তোলা ছবি বা ভিডিও একসঙ্গে অন্য ডিভাইস বা ওয়েবে দেখা নাও যেতে পারে।
  • অ্যাপ খুললেই একসঙ্গে ব্যাকআপ শুরু হতে পারে।
  • তবে ব্যাকআপ সম্পূর্ণরূপে বন্ধ হবে না, শুধু ব্যাটারি সাশ্রয়ী উপায়ে চলবে। এর ফলে ব্যাটারি বাঁচবে, আবার ব্যাকআপ বন্ধ করে দেওয়ার ঝুঁকি থাকবে না।

এখন পর্যন্ত গুগল ফটোসের ব্যাকআপ সেটিং শুধুমাত্র ডেটা ব্যবহারের উপর নির্ভরশীল ছিল—যেমন ওয়াই-ফাই বা মোবাইল ডেটা। কিন্তু ব্যাটারি সাশ্রয়ের জন্য আলাদা কোনো অপশন ছিল না। নতুন এই ফিচারটি সেই ঘাটতি পূরণ করতে পারে। তবে এখনও ফিচারটি পরীক্ষামূলক অবস্থায় আছে, এবং গুগল আনুষ্ঠানিকভাবে জানায়নি কবে এটি সবার জন্য উন্মুক্ত হবে। তবে পরীক্ষামূলক সংস্করণে এর উপস্থিতি দেখাচ্ছে যে এটি শিগগিরই ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।

সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

 

মন্তব্য (০)





image

পৌনে দুই কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের অন্তত ১ ...

image

‎দেশে বন্ধ হয়ে গেলো ৮৮ লাখের বেশি সিম

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার নিরা...

image

‘চ্যাটজিপিটি হেলথ’ কাজ করবে যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবটের নতুন ফিচার &lsqu...

image

সিকিউরিটি ক্যামেরা হ্যাকিং হওয়া থেকে রক্ষা পাবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেকেই সিকিউরিটি ...

image

নিরাপত্তা ঝুঁকি কমাতে স্যাটেলাইট নামাবে স্টারলিংক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্টারলিংক, স্পেসএক্সের পরিচালিত স্যাটেলাইট ইন্টার...

  • company_logo