• লাইফস্টাইল

শীতের সকালে কেন কুসুম কুসুম গরম পানি পান করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতের কারণে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। এ ধরনের সমস্যা দেখা দিলে কুসুম কুসুম গরম পানি পান করুন। এতে অনেকটা ভালো থাকতে পারবেন।

শীতকালে ভাইরাসের আক্রমণ বেশি হয়। এতে সংক্রমণের কারণে ঠান্ডা, কাশি, জ্বর ও গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে। এ ধরনের সমস্যায় শীতের সকালে কুসুম কুসুম গরম পানি পান করলে স্বস্তি পাবেন। মিলবে মুক্তি।

চলুন জেনে নেওয়া যাক, কুসুম গরম পানি পানের নানা উপকার

১. শীতকালে সাধারণত হজমশক্তি কমে যায়। সে জন্য কুসুম কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম কুসুম গরম পানি।

২.  শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন গরম পানি পানের মধ্য দিয়ে। 

৩. আপনার শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার ও রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম কুসুম গরম পানি। 

৪. যারা ওজন কমাতে চান, তারা কুসুম কুসুম গরম পানি পান করতে পারেন। এতে মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে। 

৫. শীতকালে দাঁতের সমস্যা বেড়ে যায়। ঠান্ডা পানির কারণে দাঁতে ব্যথা বাড়ে। কুসুম কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে যায়।

৬. শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম কুসুম গরম পানি পান করলে উপকার পাবেন।

 

মন্তব্য (০)





image

শীতে শিশুদের ত্বক কেন দ্রুত শুষ্ক হয়ে যায়?

নিউজ ডেস্ক : শীতকাল এলেই তাপমাত্রা কমে যায়, বাতাসে আর্দ্রতা হ্রাস পায় এব...

image

শুধু পাতিলেবু নয়, আপনার শরীরে হ্যাংওভার কাটাবে যে ৩ ফল

নিউজ ডেস্ক : অতিরিক্ত মদপান আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের ওপ...

image

অবৈধ ফোন বন্ধে চালু হলো এনইআইআর

তথ্য প্রযুক্তি ডেস্ক : দেশে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্...

image

শীতকালে মাইগ্রেন থেকে রেহাই পেতে যা করবেন

নিউজ ডেস্ক : শীতকালে মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী। কারণ শীতে মাইগ্রেনের ...

image

শীত আসতেই হাড়ে ব্যথা, যন্ত্রনা থেকে মুক্তির ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক : ষড়ঋতুর বাংলাদেশে হেমন্তকালের স্নিগ্ধতা আর প্রাচুর্যের শেষ হ...

  • company_logo