• জাতীয়

জেঁকে বসা শীত থাকবে আর কতদিন?

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারা দেশে জেঁকে বসেছে শীত। হিমশীতল এ ঠান্ডা থাকতে পারে আরও কয়েকদিন। ইতোমধ্যে প্রচণ্ড শীতের কারণে উত্তরের কুড়িগ্রাম, পঞ্চগড়সহ কোথাও কোথাও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

রোববার (২৮ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য বাড়লেও ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও কমতে পারে। এর সঙ্গে পড়বে ঘন কুয়াশা। রোববার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় ছিল ১৪ দশমিক ৩। বিভাগীয় শহরগুলোর মধ্যে সকালে তাপমাত্রা ছিল রাজশাহী, রংপুর, বরিশালে ১৩, ময়মনসিংহে ১৩ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ এবং খুলনায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও আবার দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আজও পরিস্থিতির পরিবর্তন তেমন হবে না উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। এদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে। 

প্রতিনিধিদের পাঠানো খবর-

কুড়িগ্রাম : ‘ঠান্ডায় বাঁচি না বাহে। কনকনে ঠান্ডায় হাত-পা শুলায়, অবস হয়ে আসে। খাবার কষ্ট সহ্য করা যায়, ঠান্ডা তো সয়না বাবা। হামাক তোমরা গরম কাপড় আর কম্বল দেও’, ভাঙা টিনের ছাপড়ায় বসে এসব কথা বলেন নিয়তি রাণী মোহন্ত (৬০)। ঘরের বেড়া বলতে পলিথিন দিয়ে ঘেরা। তারপরও ফাঁকফোকর দিয়ে ঢুকে হুহু করে ঠান্ডা হিম বাতাস। 

নিয়তি রাণী মোহন্তের বাড়ি কুড়িগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের জলিল বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন চৌধুরীপাড়ায়। স্বামী নরেশ চন্দ্র দাস যক্ষায় আক্রান্ত হয়ে প্রায় ১০ বছর আগে মারা যান। চার সন্তান নিয়ে অথই সাগরে পড়েন। আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় তিন মেয়েকে বিয়ে দেন। একমাত্র ছেলে রিপনকে (১০) নিয়ে নিয়তি রাণীর সংসার। আয় বলতে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ আর বিড়ি বাঁধার কাজ করে দিনে গড়ে ১৩ টাকা আয়। (এক হাজার বিড়ি তৈরি করে মেলে ১৩ টাকা)। এ আয়ে তিন বেলা খাবার ঠিকমতো জোটে না। পড়ালেখা, চিকিৎসা কিংবা পোশাক কেনার উপায় নেই।

কুড়িগ্রাম রেলওয়ে বস্তির সালেহা বেওয়া বলেন, ‘বাবা খুব কষ্টে আছি। টিনের ছাপড়ায় থাকি। সারা রাত শীত বৃষ্টির মতো পড়ে। ঘর থাকি বাইর হলে শরীর ঠক ঠক করি কাঁপে। গরম কাপড় নাই।’

তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। টানা পাঁচদিন সূর্যের দেখা নেই। রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়াশা বৃষ্টির মতো ঝরছিল। ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। 

পঞ্চগড় : মেঘলা আকাশ, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়সহ পুরো এলাকা। কুয়াশার সঙ্গে পাহাড়ি হিমেল হাওয়ায় পঞ্চগড়ের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবশ্য ডিসেম্বর জুড়ে পঞ্চগড়ে শীতের যে পরিস্থিতি, সেটা একটা বিপর্যস্ত অবস্থা। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে রোববার সকাল ৯টায় তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সামনের পুরো জানুয়ারিতে তাপমাত্রা ওঠানামা করবে। 

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান যুগান্তরকে বলেন, পঞ্চগড়ে শীতের ব্যাপকতা উল্লেখ করে সরকারিভাবে ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই কিস্তিতে ১৬ হাজার ১৪০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারিভাবে ২৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থ বরাদ্দ পাওয়া গেছে, যা দিয়ে অতি দ্রুত কম্বল কিনে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

 

মন্তব্য (০)





image

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে, পাকিস্তানে বাংল...

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছ...

image

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, কতজন তুললেন জমা দিলেন

নিউজ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় স...

image

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প...

নিউজ ডেস্ক : আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরন...

image

‎হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, ভ...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি...

image

দ্বিতীয় দফায় বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

নিউজ ডেস্কঃ দ্বিতীয় দফায় আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো আর...

  • company_logo