• আন্তর্জাতিক

ইসরাইল কখনোই গাজার নিয়ন্ত্রণ ছাড়বে না: কাটজ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইল কখনোই গাজার নিয়ন্ত্রণ ছাড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। সেইসঙ্গে তিনি গাজার চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা এবং উত্তর গাজায় বসতি–সংক্রান্ত কার্যক্রম চালু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ইসরাইলি দৈনিক হারেৎজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিরআরটি ওয়ার্ল্ড। 

একটি শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাটজ বলেন, ‘ইসরাইল গাজায় নিজেদের উপস্থিতি বজায় রাখবে এবং সেখানে একটি বড় নিরাপত্তা বাফার জোন তৈরি করবে। 

এর আগেও এই সপ্তাহে উত্তর গাজায় বসতি স্থাপন নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন কাটজ। ইসরাইলি সংবাদমাধ্যমের মতে, , এসব বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ক্ষুব্ধ করে এবং পরে তিনি আংশিকভাবে সেসব মন্তব্য থেকে সরে আসতে বাধ্য হন।

কাটজ বলেন, ‘সময় এলে সংগঠিতভাবে উত্তর গাজায় নাহাল আউটপোস্ট স্থাপন করা সম্ভব হবে।’

উল্লেখ্য, নাহাল আউটপোস্ট ইসরাইলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত তরুণভিত্তিক বসতি কাঠামো, যেখানে সামরিক সেবার সঙ্গে বসতি স্থাপনের কার্যক্রম যুক্ত থাকে।

এর আগে দেওয়া বক্তব্য থেকে সরে আসার খবর অস্বীকার করে কাটজ বলেন, গাজায় ইসরাইল কার্যত ‘ডি ফ্যাক্টো সার্বভৌমত্ব’ প্রয়োগ করবে, যা তিনি দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের নীতির সঙ্গে তুলনা করেন।

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদার

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, চলমান সহিংসতা শুরুর পর থেকেই ইসরাইল দখলকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপ জোরদার করেছে। এর মধ্যে রয়েছে ঘরবাড়ি ধ্বংস, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ।

দখলকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত (অ্যানেক্সেশন) করা হলে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।

বর্তমানে দখলকৃত পশ্চিম তীরজুড়ে দখলকৃত পূর্ব জেরুজালেমসহ প্রায় সাড়ে সাত লাখ ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছে।

মন্তব্য (০)





image

৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে

নিউজ ডেস্ক : ইতালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর ঢালে অবস্থিত প্রাচী...

image

‎মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের ...

নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায়...

image

বৈশ্বিক ব্র্যান্ড সূচকে টানা দ্বিতীয়বার সর্বনিম্নে ইসরাইল

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি মূল্যায়নের সূচক নেশন ব্র্যান্ডস...

image

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা চালিয়েছে ...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উগ্রপন্থি হিন্দুত্ববাদী গ...

image

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

নিউজ ডেস্ক : তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন ম...

  • company_logo