• লিড নিউজ
  • জাতীয়

‎পোস্টাল ভোট বিডি অ্যাপে মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৩৯ হাজারের বেশি প্রবাসী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিদেশে থেকে দেশের ত্রয়োদেশ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করছেন প্রবাসী ভোটাররা। এরইমধ্যে মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৩৯ হাজার ৬শ’র বেশি রেমিট্যান্স যোদ্ধা। এর মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে বলে প্রত্যাশা প্রবাসীদের।

‎দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে থাকা বাংলাদেশিরা। এরজন্য নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপ পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের হিড়িক পড়েছে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন।

‎নির্বাচন কমিশনের তথ্য মতে, ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত প্রবাসী ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ ২০ হাজার। দেশ ভিত্তিক সংখ্যার হিসেবে চতুর্থ স্থানে আছে মালয়েশিয়া। দেশটি থেকে নিবন্ধন করেছেন ৩৯ হাজার ৬৩৮ প্রবাসী। মালয়েশিয়া নিবন্ধন করা ভোটারদের মধ্যে নারী ভোটার ৪৮৫ জন। এর মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে বলে প্রত্যাশা প্রবাসী ভোটারদের।

‎প্রবাসী ভোটাররা জানান, ১৭ বছর পর তারা ভোটারের জন্য আবেদন করেছেন অনলাইনে। তবে ভোট সুষ্ঠু হবে কী না, কিভাবে পৌঁছাবেতা নিয়ে এখনো সংশয় রয়েছে প্রবাসীদের মনে।

‎ভোট দেয়ার তথ্য গোপন থাকবে কিনা এনিয়েও সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। তবে এসবের মাঝেও ভোটদানে আগ্রহের কমতি নেই প্রবাসীদের। পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের জন্য সাধারণ প্রবাসীদের সহায়তা করছেন সচেতন প্রবাসীরা।

‎নিবন্ধনের জন্য সহায়তা করা প্রবাসীরা জানান, দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা প্রবাসীদের কাছে নিজ উদ্যোগে গিয়ে তাদের নিবন্ধন করিয়ে দিচ্ছি।

‎নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় এরইমধ্যে ব্যালটও পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে যা পূরণ করে ডাকযোগে দেশে পাঠাবেন প্রবাসীরা। বিপুলসংখ্যক মালয়েশিয়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo