• সমগ্র বাংলা

পাবনায় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে স্বজনপ্রীতির ঘটনায় তদন্ত কমিটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার জগতলা সিদ্দিকীয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অর্ধকোটি টাকার নিয়োগবাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। আর এই অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে উক্ত ঘটনার তদন্ত করে প্রতিবেদন প্রেরণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চেীধুরী। 

 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এই তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং আগামী দশ কার্য্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানেরও নির্দেশ প্রদান করা হয়েছে।

তদন্ত কমিটিতে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিনকে আহ্বায়ক ও সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্দুল্লাহ আল নোমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফাকে সদস্য রাখা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মূসা নাসের চৌধুরী বলেন, গত ১২ ডিসেম্বর চাটমোহর উপজেলাধীন জগতলা দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় ৪টি পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম, দূর্ণীতি হয়েছে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দশ কার্য্য দিবসের মধ্যে সরেজমিন তদন্ত পূর্বক কমিটিকে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রাপ্তির পর পরবর্তী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য- মাদ্রাসার সভাপতি বুলবুল আহমেদ ও সুপার আবুল হোসেন যোগসাজশে স্বজনপ্রীতির মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে নিজেদের আত্মীয়-স্বজনকে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ করেছেন একজন চাকুরী প্রার্থী।

তিনি অভিযোগে উল্লেখ করেছেন, মাদ্রাসার সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুলবুল আহমেদ ও অত্র মাদ্রাসার সুপার আবুল হোসেন নিজেরা যোগসাজস করে অর্ধকোটি টাকার বাণিজ্য করে চারটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছেন। সভাপতি বুলবুল আহমেদ তার আপন ফুপাতো ভাই তারেক মাহমুদ কে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে এবং আপন চাচাতো বোন রাবেয়া খাতুনকে আয়া পদে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে নিয়োগে সুপারিশ করেছেন।

অন্যদিকে সুপার আবুল হোসেন মোটা অংকের টাকায় তার পরিচিত আলমগীর হোসেন নামের একজনকে ল্যাব সহকারি পদে এবং স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক মেম্বার আনোয়ার হোসেনের ভাতিজা নয়ন হোসেনকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযান চ...

image

ফরিদপুরের বোয়ালমারীর দস্যুতা মামলার প্রধান আসামি আশুলিয়...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত চাঞ্চল...

image

পাবনায় বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বিরু মো...

image

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ফরিদপুরে কৃষকদলের আনন্...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভার...

image

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় চর আতাউর ও ঝাগলার চর দখল নিয়ে দুপক্ষের সং...

  • company_logo