• আন্তর্জাতিক

‎ইউক্রেন যুদ্ধ বন্ধে মায়ামিতে আলোচনা, যুক্তরাষ্ট্র বলছে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইউক্রেনে দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত আলোচনাকে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে রোববার (২১ ডিসেম্বর) ফ্লোরিডা রাজ্যে রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে তিনি এই আলোচনার ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। খবর আল জাজিরার।

‎মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনীয় প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানান, রোববারের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। এই বৈঠকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি অভিন্ন কৌশলগত অবস্থান তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শান্তি পরিকল্পনার সময়সীমা ও পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। আলোচনার মূল ভিত্তি ছিল ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা, বহুপাক্ষিক নিরাপত্তা গ্যারান্টি ও ইউক্রেনের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি পরিকল্পনা।

‎অন্যদিকে, রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে উইটকফের আলোচনাকেও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। উইটকফ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, রাশিয়া শান্তি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ ও তারা যুক্তরাষ্ট্রের এই মধ্যস্থতা প্রচেষ্টাকে অত্যন্ত মূল্যায়ন করছে। তবে রাশিয়ার পক্ষ থেকে কিছুটা সতর্কবার্তাও এসেছে।

‎পুতিনের নীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত মূল কাঠামোতে ইউক্রেন বা ইউরোপীয়রা কোনো বড় পরিবর্তন আনতে চাইলে তা শান্তির সম্ভাবনাকে নষ্ট করতে পারে। দিমিত্রিভ সোমবার (২২ ডিসেম্বর) মস্কোতে ফিরে পুতিনকে এই আলোচনার বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।

‎ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আলোচনাকে ‘দ্রুত গতিতে এগিয়ে যাওয়া’ এবং ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে রাশিয়া আসলে যুদ্ধ বন্ধ করতে চায় কি না তার ওপর। তিনি এই সপ্তাহটিকে ইউক্রেনের জন্য ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন, কারণ ইউরোপীয় দেশগুলো আগামী দুই বছরে ইউক্রেনকে ১০০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

‎আন্তর্জাতিক এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ঘটনাপ্রবাহে নতুন একটি মোড় দেখা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন এবং ক্রেমলিনও এই সংলাপের জন্য পুতিন প্রস্তুত বলে জানিয়েছে।

‎ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে প্রাথমিক পর্যায়ে ইউরোপীয় নেতাদের মধ্যে কিছু সমালোচনা থাকলেও জেলেনস্কি জানিয়েছেন, তারা মার্কিন পরিকল্পনার ওপর ভিত্তি করেই নিজস্ব একটি সংস্করণ তৈরি করেছেন। তবে সংঘাতের সময় রাশিয়ার দখল করা ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার ইস্যুটি এখনো এই শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হিসেবে রয়ে গেছে।

মন্তব্য (০)





image

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষা...

নিউজ ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠ...

image

‎মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্কঃ মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থা...

image

সীমান্তে সতর্ক ইরান, সেনাপ্রধানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দ...

image

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশ...

image

‎নাইজেরিয়ায় মুক্তি পেলো অপহৃত ১৩০ শিক্ষার্থী

নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নায়েজার প্রদেশে গণ...

  • company_logo