ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ফ্রিজ খাবার সংরক্ষণে আমাদের বড় সহায়ক হলেও সব খাবার সেখানে রাখা নিরাপদ বা উপযোগী নয়। অনেক খাবার আছে, যেগুলো ফ্রিজে রাখলে স্বাদ, গুণাগুণ নষ্ট হয়, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে, যেগুলো ফ্রিজে রাখা থেকে বিরত থাকা উচিত।
আলু
আলু আমাদের দৈনন্দিন রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এই সবজি কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ঠান্ডা পরিবেশে আলুর স্টার্চ দ্রুত চিনিতে রূপান্তরিত হয়, ফলে রান্নার আগে আলু শক্ত হয়ে যেতে পারে এবং স্বাদও নষ্ট হয়। আলু সংরক্ষণের জন্য রান্নাঘরের শুষ্ক ও ঠান্ডা (রুম টেম্পারেচার) জায়গাই সবচেয়ে উপযুক্ত।
কলা
কলা ফ্রিজে রাখলে দ্রুত কালচে হয়ে যায়। ঠান্ডা তাপমাত্রা কলার স্বাভাবিক পাকার প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই কলা পুরোপুরি পাকার আগেই কিনে ঘরের তাপমাত্রায় রেখে পাকতে দেওয়াই ভালো। এতে পুষ্টিগুণ ও স্বাদ দুটোই বজায় থাকে।
তরমুজ
তরমুজ ঠান্ডায় রাখলে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদিও গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে, তবে আস্ত তরমুজ ঘরের তাপমাত্রাতেই বেশি সময় ভালো থাকে। সংরক্ষণ করতে চাইলে কেটে না রেখে দ্রুত খেয়ে ফেলাই উত্তম।
পেঁয়াজ
পেঁয়াজ ও আলু একসঙ্গে রাখলে দুটোই দ্রুত নষ্ট হতে পারে। পেঁয়াজ ফ্রিজে রাখাও ঠিক নয়, কারণ এটি শুষ্ক ও বাতাস চলাচলযুক্ত পরিবেশে ভালো থাকে। তাই পেঁয়াজ আলাদা জায়গায়, ফ্রিজের বাইরে সংরক্ষণ করুন।
কফি
কফির স্বাদ ও গন্ধ ধরে রাখতে শুষ্ক পরিবেশ খুব জরুরি। ফ্রিজের আর্দ্রতা ও অন্যান্য খাবারের গন্ধ কফির মান নষ্ট করতে পারে। তাই কফি ফ্রিজে না রেখে বায়ুরোধী পাত্রে, শুষ্ক স্থানে রাখাই সবচেয়ে ভালো।
সঠিকভাবে খাবার সংরক্ষণ করলে শুধু স্বাদই নয়, পুষ্টিগুণও বজায় থাকে—এই বিষয়টি মনে রাখাই বুদ্ধিমানের কাজ।
নিউজ ডেস্ক : আঙুর পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল। এটি শুধু স্বাদের দিক থেকে ...
নিউজ ডেস্ক : জানি এটা আপনার প্রিয় সবজি হতে পারে না। আর সে কারণে হয়তো বাজ...
নিউজ ডেস্ক : শীতের শুরুতে বা যখন আবহাওয়া শুষ্ক থাকে, অনেকের ঠোঁট ফেটে যা...
নিউজ ডেস্ক : ঘড়ি আমরা কমবেশি সবাই পছন্দ করি। একটা সময় ঘড়ি ছিল আমাদের আভি...
নিউজ ডেস্ক : ফল খাওয়ার সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে নানা মত রয়েছে। অনে...

মন্তব্য (০)