ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু ও ফসলি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে টানা দুই দিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ) বিকেলে উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নম্বর চর মৌজা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে একটি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়া মৌজার দাঁতভাঙা ব্রিজ এলাকায় একই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দুই দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযান চালানো এলাকাসহ বিভিন্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিয়ান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
রংপুর ব্যুরোঃ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে...
লালমনিরহাট প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট জেল...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মহান বিজয় দি...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক ন...

মন্তব্য (০)