ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপকূলকে বনায়নের জন্য রাখতে হবে। কৃষি কাজের জন্য অন্যভাবে ভাবতে হবে। কোস্টাল জোন রেগুলেশন তৈরি করে ফেলতে হবে। আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে, দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সামরিক জাদুঘরে জাতীয় উপকূল সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১০টি নদী দখল-দূষণমুক্ত করার প্রকল্প জমা দেয়া হয়েছে। ৫টি পাস হয়েছে, ৩টি অপেক্ষায়, বাকি ২টি রিভাইজড্; এটি ২ বছরের কমে হয় না, কিন্তু সরকারের সদিচ্ছায় এটি সম্ভব হচ্ছে।’
উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘বাংলাদেশের একটি বড় অংশই উপকূল। যতই টাকা পাই না কেনো সমুদ্রস্ফীতি ঠেকানো যাবে না, তাই প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে। কোস্টাল ম্যানেজমেন্ট রুল নিয়ে আমাদের কোনো রুল নেই।’
তিনি বলেন, ‘খুলনা শহরে পানি নেই, আবার গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করা হয়েছে। কিন্তু এটি সমাধান না। রেইনওয়াটার হার্ভেস্টিং স্কিম নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব জমা দেয়া হয়েছে। বৈদেশিক সাহায্য নিয়েও কাজ করছি।’
সোনাদিয়াতে যে ড্রেজার পরিকল্পনা ছিল তা বাতিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে পরিমাণ চিংড়ি ঘের ছিল তা ভাঙতে কোটি টাকা লাগছে। সোনাদিয়াকে বাঁচাতে পারলে উপকূলবাসীকে রক্ষা করতে পারবো।’
সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্টমার্টিনের পর্যটন নির্ভর ক্ষতিগ্রস্তদের প্রাথমিক তালিকা করে তাদের জন্য উন্নয়ন সংস্থা কোস্ট এবং ব্র্যাক কাজ করছে। এবং কৃষি মন্ত্রণালয় থেকে কোল্ড স্টোরেজ দেয়া হবে।’
রিজওয়ানা রিজওয়ানা হাসান বলেন, ‘যশোর খুলনার চিংড়ি ঘেরের যে যে জায়গায় বাঁধের মধ্যে পাইপ বসিয়ে কৃষকরা পানি নেয় তাদের চিহ্নিত করা হচ্ছে। তালিকা করা হয়েছে, এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ হয়েছে। পাইপগুলো সরানোর কাজ হচ্ছে। সাতক্ষীরাতে প্রচুর কাজ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শর্ট টার্ম, মিড টার্ম প্ল্যান করতে হবে; লং টার্ম প্ল্যানে যাওয়াই যাবে না।’
নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে...
নিউজ ডেস্ক : ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ জয়ীদের সংবর্ধনা দিয়েছেন ...
নিউজ ডেস্ক : সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলা...
নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও নির...
নিউজ ডেস্ক : স্ত্রী, সন্তান এবং ভাই-বোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্...

মন্তব্য (০)