ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আমন্ত্রণে বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, কাজুইকি কাতা সভায় মিলিত হন। রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিসিআই অফিসে সভায় মিলিত হন।
সভায় বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, নাজমুল আনোয়ার, বিসিআই সদস্য জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। এ সময়ে শরিফুল আলম, সিনিয়র ডিরেক্টর, জেট্রো (JETRO) উপস্থিত ছিলেন।
বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসির সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। বিসিআই সভাপতি শুরুতে শত ব্যস্ততার মধ্যেও বিসিআই অফিসে আসার জন্য কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, জেট্রো (JETRO) -কে বিসিআই এর পরিচালনা পর্ষদ ও সদস্যবর্গের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানান।
বিসিআই সভাপতি বলেন, দেশে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প একটি অপার সম্ভাবনাময় খাত কিন্তু এ খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই মনে করে অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ জনবল তৈরীর কোন বিকল্প নেই।
মাইক্রো ও ক্ষুদ্র শিল্প, অটোমোবাইল, এগ্রোমেশিনারি, লাইট ইঞ্জিনিয়ারি শিল্পখাত, কৃষি প্রক্রিয়াজাত শিল্প সহ অন্যান্য সম্ভাবনাময় শিল্প খাতে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বিসিআই দেশের দক্ষ জনবলের অভাব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করে।
বিসিআই সভাপতি আরো বলেন, আমরা জাপানের মত কারিগরি জ্ঞানে সমৃদ্ধ দেশ থেকে দক্ষ প্রশিক্ষক এনে দেশে প্রশিক্ষক তৈরি করতে চাই যারা পরবর্তীতে সারা দেশে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরি করবে এবং দক্ষ জনবলের যে স্বল্পতা আছে তা নিরসন করতে সহায়তা করবে। বিসিআই সভাপতি দেশে দক্ষ প্রশিক্ষক তৈরি, কোর্স কারিকুলাম ও প্রশিক্ষণ ম্যানুয়াল, আধুনিক প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা, এসএমই খাতে বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারি শিল্পখাত ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতে দক্ষ শ্রমশক্তি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এবং রপ্তানি বানিজ্য সম্প্রসারণের জন্য জেট্রোর সহোযাগিতার আহবান জানান। আলোচনায় আরও অংশ নেন বিসিআই সদস্য জিয়াউদ্দিন ও শরিফুল আলম, সিনিয়র ডিরেক্টর, জেট্রো (JETRO)।
কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, জেট্রো (JETRO), কাজুইকি কাতাওকা তার বক্তব্যে বলেন, জেট্রো বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও জাপানি শিল্পোদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছে। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে বিসিআই এর সাথে কাজ করার অনেক সুযোগ আছে বলে জানান এবং জাপানি শিল্পেদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আলোচনার জন্য বিসিআই এর সাথে বসার ব্যবস্থা করবেন বলেও জানান। তিনি বলেন, জেট্রো ও বিসিআই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবে। তিনি তাকে বিসিআই এ আমন্ত্রণ জানানোর জন্য বিসিআই সভাপতিকে ধন্যবাদ জানান।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকায় &lsquo...
নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ...
নিউজ ডেস্ক : আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্...
নিউজ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ...

মন্তব্য (০)