• লিড নিউজ
  • জাতীয়

দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জাপান আলোচনা অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে আলোচনাকালে বিকাশমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় উভয় দেশ কর্মী বিনিময় ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদারে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

‎এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, বৃহস্পতিবার টোকিওতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে বৈঠককালে এ বিষয়ে আলোচনা করেন।

‎জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বৈঠকে উপস্থিত ছিলেন। ড. ভূঁইয়া গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন।

‎তিনি জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের বিগত ৫ দশকের অভিজ্ঞতা এবং জাপানের নির্মাণ, পরিচর্যা সেবা খাতসহ উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের কর্মীদের ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করেন।

‎সাম্প্রতিক অগ্রগতির প্রসঙ্গে ড. ভূঁইয়া আরো উল্লেখ করেন, চলতি বছরের মে মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরকালে আগামী পাঁচ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্য নিয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‎ড. ভূঁইয়া জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য একটি ‘জাপান সেল’ গঠন করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

‎সিনিয়র সচিব বাংলাদেশে ‘স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) ফিল্ড টেস্ট চালু করায় জাপানকে ধন্যবাদ জানান। তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিমান ও জাহাজ নির্মাণ শিল্পসহ আরও কিছু খাতে কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

‎ড. ভূঁইয়া স্বাস্থ্য ও ওষুধ শিল্পে আরও গভীর সহযোগিতার প্রস্তাব দেন। তিনি চিকিৎসা প্রযুক্তিতে জাপানি বিনিয়োগ ও সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ পণ্য আমদানির আহ্বান জানান।

‎আকিয়ামা শিনইচি জাপানের প্রবীন জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির কারণে বিদেশি কর্মীর চাহিদা ক্রমেই বৃদ্ধি পাওয়ার উল্লেখ করে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান।

‎তিনি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

‎সেদিন পরে ড. ভূঁইয়া জাপানের অন্যতম কর্মী নিয়োগকারী সংস্থা আইএম জাপান আয়োজিত মানবসম্পদ বিষয়ক এক সেমিনারে অংশ নেন। সেমিনারে প্রায় ২০০টি জাপানি কোম্পানি অংশ নেয়।

মন্তব্য (০)





image

পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ...

image

৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার তথ্য গুজব: স্বরাষ্ট্র উপ...

নিউজ ডেস্ক : নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থ...

image

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন...

নিউজ ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে...

image

‎১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আ...

image

‎পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্কঃ নতুন পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জ...

  • company_logo