• অর্থনীতি

ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে “ম্যানেজার্স মিট” আয়োজন করে। শাখার সার্বিক কর্মসম্পাদনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উৎকর্ষ সাধনের কৌশল নির্ধারণই ছিল সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম ও মোঃ মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।

‎সভায় আমানত সংগ্রহ জোরদার করা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা, রপ্তানি ব্যবসার সম্প্রসারণ এবং বিক্রয় ও বিপণন উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

‎সভায় ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “আমরা যদি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, তবে প্রতিটি শাখাই আস্থার, উদ্ভাবনের ও উৎকর্ষের প্রতীক হয়ে উঠতে পারে। আমানত বৃদ্ধি, পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং ব্যবসার বহুমুখীকরণকে অগ্রাধিকার দিয়ে ন্যাশনাল ব্যাংক সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন করবে। ন্যাশনাল ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে আপনাদের প্রতিশ্রুতি ও নেতৃত্বের ওপর—আপনারাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।”

‎“ম্যানেজার্স মিট” এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক আবারও তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে—ভিত্তি সুদৃঢ়করণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জন।

মন্তব্য (০)





image

একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক : ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অ...

image

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন করার সময় বাড়ল

নিউজ ডেস্ক : ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন করার সময়সীমা আরও এক মাসের বেশ...

image

নগদ টাকার লেনদেন কমাতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলে...

image

১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্...

image

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সক্ষমতা বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

নিউজ ডেস্ক : বাণিজ্য সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ...

  • company_logo