• বিনোদন

বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের সাথে নচিকেতার জন্মোৎসব

  • বিনোদন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন ছিল গত (১লা সেপ্টেম্বর)। দিনটিকে ঘিরে এপার বাংলা ও ওপার বাংলার ভক্তরা নানা আয়োজন করেন। বাংলাদেশে নচিকেতার ভক্ত  সহশিল্পী পিজিত মহাজন রাজধানীর আগারগাঁও প্রবীণ নিবাসে আয়োজন করেন এক ভিন্নধর্মী জন্মদিন উদযাপন।

‎দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন পিজিত মহাজন। সকাল থেকেই প্রবীণদের সঙ্গে সময় কাটান পিজিত। তাদের সঙ্গে আড্ডা ও গান গেয়ে দিনটি প্রাণবন্ত করে তোলেন তিনি। প্রবীণদের জন্য দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও ছিল। বিকেলে কেক কাটা অনুষ্ঠানে প্রবীণরা নচিকেতার জনপ্রিয় গান বৃদ্ধাশ্রম শোনার অনুরোধ জানান। গানটি গাওয়ার সময় অনেক প্রবীণ আবেগে কেঁদে ফেলেন। পরে পিজিত নিজ হাতে সবাইকে কেক খাওয়ান।

‎এ সময় বাবা মায়েরা পিজিত মহাজন এবং নচিকেতার আসন্ন গান "মধ্যবিত্ত" শুনতে চান এবং বেশ প্রশংসা করেন,এবং পিজিত মহাজনকে আহব্বান করেন একদিন যাতে নচিকেতাকে এখানে নিয়ে আসেন।

‎দিন শেষে সন্ধ্যায় বিদায় নেওয়ার সময় প্রবীণরা পিজিতকে জড়িয়ে ধরেন এবং অনেকে তাকে ছোট ছোট উপহারও দেন। দিনভর আয়োজনে প্রবীণ নিবাসে নচিকেতার জন্মদিন যেন এক আবেগঘন স্মৃতিতে পরিণত হয়।

‎নচিকেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শুধুমাত্র আনন্দই নয়, প্রবীণদের মনে গভীর আবেগের দাগ কেটে গেছে, যা তাদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে।

‎"মধ্যবিত্ত" গানটি পিজিত মহাজন অফিসিয়ালে আসবে সহসা।

‎নচিকেতার জন্মদিনের এ আয়োজন নিয়ে জানতে চাইলে পিজিত জানান,দাদা আমার আইডল,উনার জীবন বোধ আমায় মুগ্ধ করে,যেহেতু একসাথে গান করার সৌভাগ্য হয়েছে কাছ থেকে দেখেছি মানুষটাকে, বৃদ্ধাশ্রম নিয়ে উনার বরাবর ই আপত্তি,

‎‘বৃদ্ধাশ্রম’ গানটি বেরনোর পর স্থানীয় এক নেতা নচিকেতাকে নিয়ে গেলেন এক বৃদ্ধাশ্রমেরই উদ্বোধন করাতে! সব দেখে বেরিয়ে এলেন নচিকেতা। রাগে ফুঁসছেন তিনি। আপনি আসবেন না? নচিকেতার উত্তর, যেদিন এই বৃদ্ধাশ্রমে তালা মারা হবে, সেদিন আসব…

‎তবে দুনিয়ার সকল বাবা মা দের প্রতি দাদার প্রচুর ভক্তি,তাই চিন্তা করলাম এবার দাদার জন্মদিনে সন্তান দের থেকে দূরে থাকা বাবা মায়েদের সাথে দাদার জন্মদিন কাটায় খুশি আনন্দে।

‎এক মুহুর্তের জন্য উনারাও আমায় ভুলিয়ে দিলেন আমি মা হারা। দাদাকে জানিয়েছি আমার এ আয়োজন আশা করি দাদা খুব খুশি হয়েছে।

‎দাদা ত এমনি, ফাইভ স্টারের খাবারে দাদাকে কেউ খুশি করতে পারেনা,পথের ধারের খাবার এ দাদা স্বাদ খুঁজে।

‎সত্যি নচিকেতাকে ভাল বলা যায়,মন্দ বলা যায় তবে উপেক্ষা করা যায়না,নচিকেতা তৈরী হয়না জন্মাতে হয় আসলে।

‎একটা কথা না বললেই নয়,আমার আর দাদা আসন্ন গানটি যখন স্টুডিওতে রেকর্ড হচ্ছিল, লিরিক্স পেপারে আমি আমার স্বর্গীয় মা অঞ্জনা মহাজনের নামটি রেখেছিলাম,দাদা শুরুতেই প্রনাম জানালো।

‎নচিকেতা এমন ই, আশা করছি দাদার সাথে আমার অনেক ভাল ভাল গান হবে আরো,বৃদ্ধাশ্রমের বাবা মায়েদের মতই প্রার্থনা শতবর্ষী হও নচি।

মন্তব্য (১)





image
image

প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়...

image

ইতালিতে হেনস্তার শিকার, বাকরুদ্ধ হয়ে পড়েন সোহা

বিনোদন ডেস্ক :  ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী...

image

এবার শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন তাহসানপত্নী

বিনোদন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল তাহসান খানের প...

image

অবশেষে গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মা...

image

মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের চিঠি

বিনোদন ডেস্ক : মৃত্যুর পাঁচ বছর পর সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে আয়কর পরি...

  • company_logo