
ছবিঃ সিএনআই
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। ৬ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৫৭২ টি মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। বুধবার ভোররাতে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। তবে অভিযানকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
নিউজ ডেস্কঃ বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দ...
নিউজ ডেস্ক : জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা ক...
নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলা...
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নিউজ ডেস্কঃ অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসি...
মন্তব্য (০)