• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবারক হোসেন (১০) নামে এক শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নূরুল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। অভিযুক্ত নূরুল আমিন ওই গ্রামের ইছব আলীর ছেলে।

‎স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন সোহাগি বাজারের পাশে স্বপ্নসিঁড়ি নামে একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। অভিযুক্ত বাবা নূরুল আমীন রাজধানী ঢাকার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন। তবে দুই মাস আগে তিনি পেশা ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন। ঘটনার দিন বিকেলে নূরুল আমীন বাড়ির সামনে বৃষ্টিতে ভিজতে ছিলেন। এ সময় তার ছেলে মোবারক হোসেন ছাতা নিয়ে বাবার কাছে এগিয়ে গেলে, হঠাৎ পাশেই থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় সজোরে কোপ দেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মোবারকের অবস্থা গুরতর হওয়ায় সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই মোবারক মৃত্যুর কোলে ঢলে পড়ে।

‎অভিযুক্ত নূরুল আমিনের পিতা ও নিহত শিশুর দাদা ইছব আলী বলেন, নূরুল আমিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। এর পূর্বে চিকিৎসা করানোর পর ভালো হয়ে গিয়েছিলো। সপ্তাহখানেক ধরে আবারও সমস্যা দেখা দিয়েছে।

‎ঈশ্বরগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নূরুল আমিনকে আটক করা হয়েছে। নূরুল আমিন অসুস্থ থাকায় ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

‎রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন দেয়ার অভিযোগ...

নিউজ ডেস্কঃ বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দ...

image

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে

নিউজ ডেস্ক : জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা ক...

image

রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলা...

image

নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দোহা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

image

ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

নিউজ ডেস্কঃ অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসি...

  • company_logo