• প্রশাসন

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে দেয়া হয়েছে বিশেষ আদালত গঠনের প্রস্তাব- ডিজি হাসান মারুফ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: মাদকবিরোধী কার্যক্রমকে গতিশীল করতে দেশের ৮ বিভাগে বিশেষ মাদক আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। এতে মাদক-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রোববার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় মহাপরিচালক আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক প্রবেশ বন্ধে কড়া নজরদারি চলছে। তারা চান জনগণকে সঙ্গে নিয়ে এই কর্মকাণ্ড সফল করতে। এছাড়াও পারমিট ছাড়া বিভিন্ন তারকা হোটেলে অবাধে মাদক বিক্রি বন্ধের বিষয়েও সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার নবনিযুক্ত উপ-পরিচালক জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা। সভা শেষে স্টেকহোল্ডাররা মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।

মন্তব্য (০)





image

‎এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরি...

নিউজ ডেস্কঃ এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেব...

image

‎প্রতিমা বিসর্জনেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেয়ার প...

image

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও যতদিন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী...

image

নির্বাচনে দায়িত্ব পালনে দেশজুড়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ ...

নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দ...

image

রাণীনগরে পুলিশের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজার নি...

  • company_logo