
ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রাম ও লক্ষীনারায়ণপুর এলাকায় সম্প্রতি ককটেল বিষ্ফোরণ, একাধিক সহিংস ঘটনা এবং মামলা সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার রেজাউল করিম সংবাদ সম্মেলন করেন।
আজ সোমবার (১৪ জুলায়) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার রেজাউল করিম লিখিত বক্তব্যে বলেন, বালু-মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এরই জেরে গত ১১ জুলাই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পক্ষ জিয়া মেম্বার ও আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ফারুক। দুটি পক্ষেই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। তবে এসব ঘটনা রাজনৈতিক দ্বন্দ্ব ও মতবিরোধের জেরে নয়। এসব ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
তবে ফারুক আহমেদ চৌধুরী জানান, পুলিশ সুপার রেজাউল করিম দুই গ্রুপের কথা বলে সংবাদ সম্মেলন করেন এটা ঠিক নয়। এখানে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মী আছে সেটা এসপি বলেন না। তদন্ত করে সঠিক তথ্য দিয়া প্রয়োজন মনে করি।
নিউজ ডেস্কঃ এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেব...
নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেয়ার প...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী...
নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজার নি...
মন্তব্য (০)