
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পরে সামিরা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (৫ জুলাই) দুপুরে উমানন্দ জামের দরগাহ এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগাহ এলাকার শফিকুল ইসলামের মেয়ে শিশু সামিরা বাড়িতে খেলছিলেন। এ সময় পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর শিশু সামিরাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে সামিরাকে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : প্রতি বছর জামালপুরে সাতার না জানার কারণ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামে ক্যান...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ঈদ আনন্দে মায়ের সাথে নানাবাড়িতে বেড়া...
মন্তব্য (০)