• প্রশাসন

ইউএনও’র সহযোগীতায় ভর্তির সুযোগ পেয়ে নতুন স্বপ্ন বুনছে আছমা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীর আছমা ছোট থেকেই ছিল মেধাবী। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে আটকে যায় তার ভর্তি। অবশেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) সহযোগিতায় বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে নতুন স্বপ্ন বুনছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজ পাড়া এলাকার মেধাবী আছমা খাতুন। তিনি আগামীতে দেশ ও জনকল্যাণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, স্বপ্ন পুরন করতে চান বাবা, মা ও এলাকাবাসীর।

আছমা খাতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। বিষয়টি জানতে পেরে নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক আছমাকে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য নগত ২০ হাজার টাকা তুলে দেন। উপস্থিত আছমার মা ছামছুন্নাহার বেগম ইউএনও’র সহযোগিতা পাওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ইউএনও কে ধন্যবাদ জানান। ইউএনও’র সহযোগিতা পেয়ে আছমা নিজেও অনেক খুশি। শিক্ষার্থী আছমার মা বলেন, মেয়ে আমার অনেক কষ্টে পড়াশুনা করেছে যখন বড় বিশ^বিদ্যালয়ে ভর্তি হইবে শুনলাম আর ২০ হাজার টাকা লাগতে তখন গলা শুকিয়ে গিয়েছিল কোন উপায়ও ছিল না, পরে ইউএনও স্যার জানতে পেরে পুরো টাকাই দিয়ে আমার মেয়ে ও আমাদের স্বপ্ন পুরনের জন্য সুযোগ করে দিল। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, শুধু আছমা নয় এরকম যারা সম্ভাবনাময় রয়েছে অর্থের অভাবে এগিয়ে যেতে পাচ্ছেনা তাদের সহযোগীতা করা হবে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে শিক্ষার্থী আছমা খাতুনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরকার।

মন্তব্য (০)





image

‎এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরি...

নিউজ ডেস্কঃ এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেব...

image

‎প্রতিমা বিসর্জনেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেয়ার প...

image

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও যতদিন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী...

image

নির্বাচনে দায়িত্ব পালনে দেশজুড়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ ...

নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দ...

image

রাণীনগরে পুলিশের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজার নি...

  • company_logo