
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। বিগত ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই তালিকায় নাম রয়েছে নুসরাত ইয়াসমিন তিশার নামের এক নারীর। সেখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি। অনেকেই মনে করেন এটি অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা।
এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর রোববার রাতে (২২ জুন) ফেসবুকে একটি পোস্ট দেন তিশা। যেখানে তিনি লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি।
তিনি আরও উল্লেখ করেন, আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’
উল্লেখ্য, ইতোমধ্যে মোটা অঙ্কের কর বকেয়া থাকা তারকাদের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা ও অভিনেতা আহমেদ শরীফের নাম।
বিনোদন ডেস্কঃ প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যা...
বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে...
বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।...
বিনোদন ডেস্কঃ মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে তিন দশক ধরে বিনোদন অঙ্...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সারা আলি খানের ‘মেট্রো ইন দিনো&rsquo...
মন্তব্য (০)