
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সােলার প্যানেল স্থাপন করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সোলার প্যানেল উদ্বােধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার এবং উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
রৌমারী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিদ্যুত না থাকার কারণে ভোগান্তিতে পড়তে হতো। বিদ্যুত না থাকার কারন সঠিক ভাবে চিকিৎসা সেবা দিতে সমস্যা হতো। ঝড়, বৃষ্টির কারণে বিভিন্ন সময় র্দীঘ সময় বিদ্যুত বিচ্ছিন্ন থাকতে হতো রৌমারীবাসীকে। এই সমস্যা থেকে উত্তরনের জন্য রৌমারী উপজেলা প্রশাসন এর সার্বিক সহযাগীতায় এই হাইব্রিড সােলার সিস্টেম স্থাপন করা হয়। কম্পিউটার, ফ্যান,লাইট ও ইসিজি সহ জরুরী সকল কাজ নিরবিচ্ছিন ভাবে করা যাবে এখন রৌমারী হাসপাতালে।এখন রৌমারী হাসপাতালের দীর্ঘদিন এর বিদ্যুত সমস্যা সমাধান হবে এবং চিকিৎসা সেবার উন্নতি হবে। উক্ত উদ্যোগ কে স্বাগত জানিয়েছে রৌমারীবাসী।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার ও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার নবীরুল ইসলাম, প্রধান সহকারি আনোয়ারুল ইসলাম সহ প্রমূখ।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক শক্তিকে কাজ লাগিয়ে স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার সময় উপযোগী সিন্ধান্ত। বিদ্যুৎ সঙ্কটে স্বাস্থ্যসবা বিঘিন্ন হওয়ার ঝুঁকি কমাবে। ফল দীর্ঘ সময় বিদ্যুত সমস্যা হলেও স্বাস্থ্যসেবা সচল থাকবে এখন আমাদের।
রৌমারী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ বলেন, এই সােলার সিস্টেম এর মাধ্যম আমাদের হাসপাতাল ২৪ঘণ্টা নিরবিছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা যাবে। যার ফলে এখন রাতের জরুরি সেবা, প্রসূতি সেবা এবং ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সোলার সিস্টেম।
ফরিদপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক(ব...
নওগাঁ প্রতিনিধি: এবার ইদুল আজাহার দীর্ঘ ছুটিতে বন্ধ ছিলো নওগাঁর রাণীনগর উপজেল...
পাবনা প্রতিনিধিঃ নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাত...
গোপালপুর প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর...
গাজীপুর প্রতিনিধিঃমাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ...
মন্তব্য (০)