• বিনোদন

আবারও কানের লাল গালিচায় হাঁটবেন আলিয়া!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ এ বছর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। শুরুতে কান উৎসবে যাওয়ার পরিকল্পনা থেকে পিছু হটলেও পরে উৎসবে যান আলিয়া। লাল গালিচায় নজড় কাড়েন অভিনেত্রী। তবে কানে তার যাত্রা এখানেই শেষ নয়, তিনি নিশ্চিত করেছেন যে আগামী বছর আবারও কানের লাল গালিচায় হাঁটবেন তিনি।

বুধবার (২৮ মে) আলিয়া তার কান অভিজ্ঞতার কিছু ছবি ও ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। গ্ল্যামারাস ছবিগুলোর মধ্যে ছিল রেড কার্পেটের জন্য প্রস্তুত হওয়ার মুহূর্ত, করিডোরে হেঁটে যাওয়া, আইকনিক রেড কার্পেটে পৌঁছানোর দৃশ্য। প্রথম ছবিতে দেখা যায় তার টিম তাকে শিয়াপারেলি পোশাক পরিয়ে দিচ্ছেন। ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি হলুদ গুচি স্কার্ট এবং ব্র্যালেট পরে আছেন এবং তার মেকআপ শিল্পী তার লাল ঠোঁটের লুকটি নিখুঁতভাবে সাজিয়ে তুলছেন।

অন্য একটি ছবিতে তিনি গুচ্চি’র একটি শাড়ির অনুপ্রেরণায় তৈরি গাউনে পোজ দিচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে।

সবশেষে, তিনি তাঁর টিমের সঙ্গে একটি গ্রুপ ফটোও শেয়ার করেছেন যেখানে ছিলেন স্টাইলিস্ট রিয়া কাপুর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠিক আছে বিদায়, পরের বছর দেখা হবে।’ এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেছেন যে ২০২৫ সালেও তিনি কান উৎসবে উপস্থিত থাকবেন।

পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই আলিয়া ভক্তরা মন্তব্য করে তাদের ভালোলাগা জানিয়েছেন। অনেক অনুরাগী মন্তব্য করে অনুরোধ করেন, পরের বার যেন আলিয়া তার স্বামী রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে আসেন। দুজনকে একসঙ্গে কানের লাল গালিচায় দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা, এমনটাই জানিয়েছেন অনেকে।

মন্তব্য (০)





image

যে কারনে রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

বিনোদন ডেস্কঃ প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যা...

image

যে কারনে কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে...

image

সন্তান দাবি করে ছবি প্রকাশ, এবার যা বললেন তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।...

image

এবার মা হতে চান জয়া আহসান

বিনোদন ডেস্কঃ মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে তিন দশক ধরে বিনোদন অঙ্...

image

ডেটিংঅ্যাপে সঙ্গী খুঁজছেন সারা!

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সারা আলি খানের ‘মেট্রো ইন দিনো&rsquo...

  • company_logo