
যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান বলে ট্রাম্পের দাবি ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হলেও এবার এ বিষয়ে আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, তার সক্রিয় মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ মে) সন্ধ্যার আগে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, “দীর্ঘ এক রাত ধরে দুদেশের নেতাদের সঙ্গে আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি— ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে।”
তিনি আরও বলেন, “আমি দুই দেশকেই শুভেচ্ছা জানাই— শান্তির পথে আসার জন্য তাদের শুভবুদ্ধির জাগরণে।”
একই ধরনের বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও। তিনি জানান, ভারত ও পাকিস্তান শুধু যুদ্ধবিরতিতেই নয়, বরং নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনায় বসতেও রাজি হয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
রুবিও বলেন, “শান্তির পথ বেছে নেওয়ার জন্য মোদি ও শেহবাজ শরিফের কৌশলী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করি।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন, যা ২০১৯ সালের পুলওয়ামার পর সবচেয়ে বড় হামলা। ভারত এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে এবং এর জেরে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাশাপাশি আরও নানা কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেয়।
পাকিস্তানও পাল্টা জবাবে সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ৬ মে মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মিরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার খবর আসতে থাকে। সর্বশেষ ৯ মে রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায় ভারত। কিছুক্ষণ পরই পাকিস্তানও পাল্টা আক্রমণ শুরু করে।
পাকিস্তান জানায়, তারা ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে শুরু করেছে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ (অর্থ: সীসাঢালা প্রাচীর) নামের সামরিক প্রতিরোধ।
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও ...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ...
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা...
আন্তর্জাতিক ডেস্কঃ পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কা...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একাধিক স্থানে অন্তত ১২টি ভারতীয় ড্রোন &ls...
মন্তব্য (০)