• বিনোদন

এবার আলিয়ার মুকুটে নতুন পালক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। আর সেখানেই রেড কার্পেটে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লরিয়াল প্যারিসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কানের রেড কার্পেটে পা রাখতে চলেছেন তিনি। এই ভূমিকায় দীর্ঘদিন ধরেই কানের রেড কার্পেটের মঞ্চে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এবার তার সঙ্গেই যোগ দেবেন আলিয়া। লরিয়াল প্যারিসের গ্লোবাল ব্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে এই বছর রেড কার্পেটে দেখা যাবে আলিয়াকে। 

অভিনেত্রী বলছেন, 'প্রথম সবকিছুর সঙ্গেই একটা আবেগ, একটা দারুণ অনুভূতি জড়িয়ে থাকে। কানের রেড কার্পেটে পা রাখার জন্য আমি ভীষণভাবে উৎসাহী। এই বছরে আমি যে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, তার থিম হল, 'লাইটস, বিউটি, অ্যাকশন'। কানের এই রেড কার্পেটে পা রাখা আমার কাছে ভীষণ সম্মানের ও আবেগের। আমি এমন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, যারা নারীদের সফর ও নিজস্বতাকে তুলে ধরে।

শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট। আলিয়ার এই সাফল্যে অনুরাগীরা ভীষণ খুশি। আর কান মানেই তো রেড কার্পেটে পোশাকের বাহার। ফলে সবারই নজর রয়েছে আলিয়া কী পরে রেড কার্পেটে আসবেন সেইদিকে।

মন্তব্য (০)





image

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

বিনোদন ডেস্কঃ শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প...

image

আসিফ আকবরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সি...

image

কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়...

image

আমরা গর্বিত আমাদের একজন খালেদা জিয়া আছেনঃ আসিফ

বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বি...

image

উটের দুধের ব্যবসায় নামছেন নায়িকা, জানালেন কারন!

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়...

  • company_logo