• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • শিক্ষা

ফাইল ছবি

জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে 'OBE Curriculum' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২৩ এপ্রিল (বুধবার) সকালে দিনব্যাপী  এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "আজকের প্রশিক্ষণ র্কমশালার রিসোর্স পার্সন একজন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, যার লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মাঝে বিনিময় ঘটবে। এই প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে মাননীয় উপাচার্য বলেন, OBE Curriculum  বিষয়ে আরও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রয়োজন। মালয়েশিয়ার লিংকন বিশ^বিদ্যালয় কলেজের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আরও মানোন্নয়ন সম্ভব হবে।"

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জান্নাতুল নাঈম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

দিনব্যাপী প্রশিক্ষকণ কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া ২২ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার ‘আত্মার পাঠশালা: সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে ফলভিত্তিক (OBE) শিক্ষার পুনর্ভাবনা’ শীর্ষক কর্মশালায় কলা ও চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ অংগ্রহণ করেন। গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে একই স্থানে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষকণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

তিনভাবে পাওয়া যাচ্ছে এসএসসি ও সমমান ফল

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের...

image

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

 নিউজ ডেস্কঃ দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও...

image

এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কর...

image

জামালপুরে জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির...

image

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

নিউজ ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট...

  • company_logo