• শিক্ষা

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী  জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মানববন্ধন করেছে পবিপ্রবি ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে পবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল বলেন, “ মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে  এর প্রমাণ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।”

এবিষয়ে পবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন,   "আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই  কর্মসূচি। ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে আমাদের ভাইয়েরা গুম-খুনের স্বীকার হয়েছে ঠিক একইভাবে বর্তমানে বৈছাআ'র  সন্ত্রাসী কর্মীদের হাতে আমাদের ভাই পারভেজ খুন হয়েছে। আমরা অতিসত্ত্বর এই ঘটনায় জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। "

গত ১৯ এপ্রিল  শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজ হত্যা করা হয়। জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের বিরুনিয়া ইউনিয়নে। এ হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

তিনভাবে পাওয়া যাচ্ছে এসএসসি ও সমমান ফল

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের...

image

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

 নিউজ ডেস্কঃ দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও...

image

এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কর...

image

জামালপুরে জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির...

image

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

নিউজ ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট...

  • company_logo