• খেলাধুলা

টাইগার পেস তাণ্ডবে নাকাল জিম্বাবুয়ে!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া। সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পর স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে সকালটি ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের করে নিয়েছেন। দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা এখনও ১০৩ রান পেছনে।

গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। ফিফটি হাঁকিয়ে চোখের কাটা হওয়া বেনেটকেও পরাস্ত করেছেন স্পিডস্টার নাহিদ। বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। তাতেই আসে স্বস্তির সকাল।

গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ-হাসান। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।

মন্তব্য (০)





image

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিততে পা...

image

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্কঃ দল ঘোষণার পাঠ আগেই সেরেছে বিসিবি। বাকি ছিল অধিনায়ক নির্ব...

image

যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে বিসিবির নেতৃত্বে আসুক: তাম...

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন সামনে র...

image

পাক-ভারত সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

স্পোর্টস ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার...

image

আফ্রিদির সন্ত্রাসীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে : বিএসএফ

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটন...

  • company_logo